খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

হরিণাকুন্ডুতে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ১৪০০ পিচ ইয়াবাসহ হাজেরা খাতুন (৪০) ও আমেনা খাতুন (৪০) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ৪১ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে শহরের আমেরচারা ও মাদরাসা পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাজেরা খাতুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ও আমেনা খাতুন শহরের পার্বতিপুর আমেরচারা এলাকার শরিফুল ইসলামের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকু-ু শহরের আমেরচারা এলাকা থেকে ওই দুই নারীকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শহরের মাদরাসা পাড়ায় হাজেরা খাতুনের ভাড়া বাড়ি থেকে ১৪০০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ওই দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!