খুলনায় কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ইয়াছিন হত্যা মামলায় দু’ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের দু’জনকে ফরিদপুর ও পাইকগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, মাসুদ ও মো: অনি। তাদের দু’জনকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যব ৬ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, মাছ আড়তের শ্রমিক ইয়াছিনকে হত্য করে আসামিরা আত্মগোপনে চলে যায়। র্যাব উন্নত প্রযুক্তির মাধ্যমে জানতে পারে এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো: অনি ফরিদপুর জেলায় অবস্থান করছে। অভিযানের এ দলটি শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার চিতর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অপরদিকে র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এ মামলার আসামি মো: মাসুদ রানা পাইকগাছা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা পাইকগাছার পাকার মাথায় রোববার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য শুক্রবার সকালে নগরীর ৩ নং কাশেম সড়কে একটি দোকানের সামনে কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় সান্ধ্য বাজারের মাছ আড়তের শ্রমিক ইয়াছিন আরাফত। শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬ জনের বিরুদ্ধে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার পুলিশের অভিযানে ৩ জন আসামি ও র্যাবের অভিযানে ২ আসামি গ্রেপ্তার হয়েছে।
খুলনা গেজেট/এসজেড