খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট
  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

ইস্টার্ণগেট ট্রিপল মার্ডারে অভিযুক্তদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর ইস্টার্ণগেট মশিয়ালী এলাকায় ট্রিপল মার্ডারের অভিযুক্ত শেখ জাকারিয়া ও মিল্টনসহ সকল আসামীদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত। শুকবার বিকেলে মিছিলটি মশিয়ালী থেকে শুরু হয়ে ইষ্টার্ণগেটে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী পথসভা ৩৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ হামিদ সরদারের সভাপতিত্বে আকুঞ্জি রেজওয়ান রাজার পরিচালনায় বক্তৃতা করেন, আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ওয়ার্র্ড আ’লীগের সাধারন সম্পাদক সৈয়দ কিসমত আলী, আঃ ছাত্তার মোল্যা, শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, মেম্বর বখতিয়ার, মেম্বর হুমাউন, শেখ আব্দুস সালাম, কাজী আজাদুর রহমান হিরক, শেখ কামাল, শামিম, আঃ রব, মনিরুজ্জামান ছোট্ট, ইউসুফ গাজী, আমিরুল ইসলাম ও মামুন ফকির প্রমুখ।

প্রসঙ্গত্ব, গত ১৬ জুলাই মশিয়ালী গ্রামের জাকারিয়া-জাফরিন ও মিল্টন বাহিনীর গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনার খানজাহান আলী থানায় ২২জনের নাম উল্লেখ করে মামলা করেন গুলিতে নিহত কলেজ ছাত্র সাইফুলের পিতা সাইদুৃল ইসলাম। এই মামলায় এখন পর্যন্ত মূল আসামী জাকারিয়া ও মিল্টনসহ অন্য আসামীদের গ্রেফতার ও ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!