খুলনা মহানগরীর আটরা গিলাতলার ইস্টার্ণগেটে এলাকায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে ও বিক্ষুব্ধদের গণপিটুনিতে চারজন নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে যশোরের অভয়নগর এলাকা থেকে জাহাঙ্গীর নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিপক্ষের গুলিবিদ্ধে তিনজন ও অপরপক্ষের গণপিটুনিতে একজন মিলে মোট ৪জন নিহতের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে এঘটনার পর থেকে আজ শুক্রবার সকাল ১০টা শেষ খবর পাওয়া পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ করছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
খুমেক হাসপাতালের সূত্রমতে, খুমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বুকের ডানপাশে গুলিবিদ্ধ জখম খানজাহানআলী থানাধীন মশিয়ালী পূর্বপাড়া এলাকার মৃত শরিয়াতুল্লাহ শেখের ছেলে মোঃ আফসার শেখ (৬০) আইসিইউতে নিবীড়পর্যবেক্ষণে রয়েছেন। গত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ জখম সাইফুল ইসলাম(১৮) খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ফলে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাড়িয়েছে। আরও দু’/তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, প্রতিপক্ষের গণপিটুনিতে জাহিদুল ইসলাম জেহাদ নামে এক যুবক নিহত জন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এঘটনা ঘটে। মৃতদেহ বর্তমানে খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত উভয় পক্ষের ৫জন নিহত হল।
প্রসঙ্গত্ব, বৃহস্পিতবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আটরা গিলাতলা এলাকায় আটরাগিলাতলার মশিয়ালী এলাকার মৃত মোঃ বারিক শেখের ছেলে মোঃ নজরুল ইসলাম (৬০) ও একই এলাকার মোঃ ইউনুচ আলীর ছেলে গোলাম রসুল (৩০)।
এছাড়া গুলিবিদ্ধ হয়ে জখম অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় মোঃ সাইফুল ইসলাম, আফসার শেখ, শামীম, রবি, খলিলুর রহমান ও মশিয়ার রহমানসহ অন্তত ৮জন।
এ ঘটনার পর স্থানীয়রা দফায়-দফায় বিক্ষোভ করছে। খানজাহানআলী থানা আ’লীগের সদ্য বহিস্কৃত (সাবেক) সহ-প্রচার সম্পাদক শেখ মোঃ জাকারিয়া, তার ভাই মিল্টন, সাবেক ছাত্রলীগ নেতা জাফরীন হাসান ও কবির গুলি বর্ষণ করেছিল অভিযোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে।
পুলিশের একটি সূত্র জানিয়েছেন, মোবাইল ট্রাকিং করে শ্বাসরুদ্ধ অভিযান এখনো চলছে। এঘটনায় মামলা হয়নি এখনো। পরে বিস্তারিত জানানো হবে।
খানজাহান আলী থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, যশোরের অভয়নগর এলাকা থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। পরে প্রেসব্রিফিং করবেন বলে জানান তিনি।
আরও পড়ুন :