খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

ইসলামী আন্দোলনে যোগ দিলেন সানাতন ধর্মের ধীর কৃষ্ণ

গে‌জেট ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী গ্রাম্য চিকিৎসক ধীর কৃষ্ণ রায়। তিনি ২ সেপ্টেম্বর সোমবার সদস্য ফরম পূরণ করে এই দলে যোগ দেন। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌরসভার খলিশা এলাকার বাসিন্দা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম জানান, ধীর কৃষ্ণ রায় নিজেই আগ্রহী হয়ে তাদের দলে যোগ দিয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো ধর্মের লোক ইসলামী আন্দোলন করতে পারবে।

এ ব্যাপারে ধীর কৃষ্ণ রায় জানান, ইসলামী আন্দেলনে যোগদানের জন্য কেউ তাকে চাপ প্রয়োগ করেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার কোনো ভয় বা আতঙ্ক নেই। তিনি বিভিন্ন সময় দাকোপের সেক্রেটারী মোঃ শফিকুল ইসলামের কথাবার্তা শুনেছেন। তার কথা শুনে ভালো লেগেছে, সে আন্দোলনের আদর্শ মুগ্ধ হয়ে তিনি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!