ইসলামী আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে নগর, থানা ও সহযোগী সংগঠনের উর্দ্ধতন দায়িত্বশীলদের সাথে এক যৌথসভা সোমবার সন্ধ্যা ৭ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে অনুষ্ঠিত হয়। নগর সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
যৌথসভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। প্রধান আলোচক ছিলেন সহকারী মহাসচীব মাওলানা আব্দুল কাদের।
যৌথসভায় আরও আলোচনা করেন সংগঠনের মহানগর সহ-সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সহ প্রচার গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ সম্পাদক মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ মোঃ আব্দুল্লাহ আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক হাফেজ আব্দুল লতিফ, সংখ্যালঘু বিষয়ক আবু তাহের, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, হাফেজ খায়রুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গাজী মুরাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আবুল কাশেম, সহ সভাপতি মুফতী আব্দুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, ইসলামী আন্দোলন সদর থানার সভাপতি আবু তাহের, সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম, সোনাডাঙ্গা সভাপতি মুফতী ইমরান হোসাইন, সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারী মাওঃ হাফিজুর রহমান, দৌলতপুর থানার সভাপতি মোঃ গোলাম সরোয়ার, সেক্রেটারী হাফেজ খায়রুল ইসলাম, খানজাহান আলী থানার সভাপতি মোঃ শেখ জামিল হোসেন, সেক্রেটারী মোঃ কামরুল ইসলাম, লবণচরা থানার সভাপতি মাওঃ দ্বীন ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মোঃ শফিউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি ইসলামী আন্দোলনের নায়েবে আমীর আব্দুল আউয়াল বলেন, ‘নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ মসজিদে গ্যাস বিস্ফোরণে হতাহতের ঘটনায় গ্যাস বিভাগের ভয়াবহ দুর্নীতির চিত্র ফুটে উঠছে।’
খুলনা গেজেট/এনএম/এমআর