খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু

ইসলামি মহাসম্মেলন : সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

গেজেট ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে সেখানে আলেম-ওলামারা জমায়েত হতে শুরু করেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামারা সকাল থেকেই রাজধানীতে আসতে শুরু করেন। বাস, মাইক্রোবাস, পিকআপ ও ব্যক্তিগত যানবাহনে করে আসছেন তারা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে সমাবেশে যোগ দিতে আসছেন।

সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন অংশে বিপুল সংখ্যক সমর্থক জমায়েত হয়েছেন।

এর আগে ঘোষণা দেওয়া হয়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত রোববার এক বিবৃতিতে জানানো হয়, ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতাকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!