সংঘাতের মধ্যেও ইসরায়েলে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আজ বুধবার ইসরায়েল সফর করবেন ব্লিংকেন। এ সময় তিনি ইসরায়েলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করবেন। খবর: রয়টার্স।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি জে ব্লিংকেন বুধ ও বৃহস্পতিবার ইসরাইল এবং জর্ডান সফর করবেন, যেখানে তিনি দুদেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।
এ সময় ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার শিকারদের জন্য সমবেদনা পুনর্ব্যক্ত করবেন ব্লিংকেন। তিনি ওই হামলার তীব্র নিন্দাও জানান।
এদিকে গত শনিবার ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ।
খুলনা গেজেট/এনএম