খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

ইসরায়েলে ফের বন্দুক হামলায় এক মাসে নিহত ১৩

আন্তর্জা‌তিক ডেস্ক

ইসরায়েলের তেল আবিবে ফের বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটলো দেশটিতে।

সর্বশেষ হামলার কয়েক ঘণ্টা পরও সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করতে পারেনি ইসরায়েলি পুলিশ। হামলাকারীকে আটক করতে শত শত ইসরায়েলি পুলিশ, ক্যানাইন ইউনিট এবং সেনাবাহিনীর বিশেষ বাহিনী তেল আবিবে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতেও অনুসন্ধান চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ জানান, বন্দুকধারী ওই ব্যক্তি রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ঘটনাস্থলের আশপাশের থাকতে পারেন ওই হামলাকারী বলে ধারণা তাদের।

সম্প্রতি ইসরায়েলে বন্দুকধারীদের হামলা বেড়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) ইসরায়েলের তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হন। দেশটির উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হন স্থানীয় সময় রোববার (২৮ মার্চ)। এ ঘটনার পাঁচ দিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরশেবায় হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। পরে ওই দুই হামলার ঘটনার দায় স্বীকার করে ইসলামি জঙ্গি গোষ্ঠী (আইএস)।

প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইসরায়েলি সামরিক সদর দপ্তর থেকে সর্বশেষ হামলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এর আগেও এ ধরনের হামলার ঘটনাকে জঘন্য ‘সন্ত্রাসী’ হামলা বলে উল্লেখ করেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হুঁশিয়ারিও দেন তিনি।

এদিকে, পরপর বেশ কয়েকটি হামলার জেরে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে সম্প্রতি অভিযান চালায় দেশটির পুলিশ। এতে কথিত বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্বিগ্ন স্থানীয় ফিলিস্তিনিরা।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!