ইসরায়েলের চালানো হামলায় ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার (১৭ মে) পর্যন্ত ইসরায়েলের হামলায় ২১২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৬১ শিশু ও ৩৬ জন নারী রয়েছেন। এ পর্যন্ত আহত হয়েছে কমপক্ষে ১ হাজার ৫০০ জন।
এদিকে গাজার শাসকগোষ্ঠী হামাসের চালানো রকেট হামলায় ইসরায়েলে এ পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে ২ জন শিশু রয়েছে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ গাজায় হামলা চালানো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে হামলা বন্ধের ব্যাপারে আলোচনা করার কথা রয়েছে।
ইসরায়েলের চালানো বিমান হামলায় রোববার (১৬ মে) একদিনেই গাজায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছিল।
খুলনা গেজেট/কেএম