খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

ইসরায়েলের ভয়াবহ রকেট হামলায় গাজায় ৩১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

গত কয়েক দিন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাতভর গাজা ভূখণ্ড থেকে ছোঁড়া শত শত রকেট হামলার জবাবে ইসরায়েলি বিমানবাহিনী ওই উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর গোলাবর্ষণ করেছে। এছাড়া এখন পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চারজন নারী ও ছয় শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

মন্ত্রণালয় থেকে আরও জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত আহতের সংখ্যা ২৬৫।

এইদিকে আল জাজিরার পক্ষ থেকে আরও বলা হয়েছে, পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে ইহুদি বসতিরা। জেরুজালেমের গভর্নর বলেছেন, রবিবার (৭ আগস্ট) সকাল থেকে ইহুদি বসতিদের ২৬টি গ্রুপ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!