ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাত যেন মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে বেইজিংয়ের সাহায্য চেয়েছে ওয়াশিংটন। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার চীনা সমকক্ষ ওয়াং ইয়ের সঙ্গে শনিবার ফোনে আলোচনা করেছেন। খবরস বিবিসি ও রয়টার্সের।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন যত তাড়াতাড়ি সম্ভব একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছে। কারণ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ক্রমবর্ধমান হচ্ছে এবং নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে।’
ওয়াং ব্লিঙ্কেনকে বলেছিলেন, বেসামরিকদের ক্ষতি করে এমন সমস্ত কাজের বিরোধিতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন অনুশীলনের নিন্দা করে চীন। ওয়াশিংটনকে গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
তিনি বলেন, আন্তর্জাতিক হট-স্পট সমস্যাগুলো মোকাবিলা করার সময় প্রধান দেশগুলোকে অবশ্যই বস্তুনিষ্ঠতা এবং ন্যায্যতা মেনে চলতে হবে, শান্ততা এবং সংযম বজায় রাখতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে।
সংঘাতের বিষয়ে চীনের সরকারি বিবৃতিতে তাদের সহিংসতার নিন্দায় বিশেষভাবে হামাসের নাম উল্লেখ করা হয়নি, পরিবর্তে নিন্দা জানিয়ে ‘শক্তির নির্বিচার ব্যবহার’ উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এছাড়াও ‘গাজার জনগণের সম্মিলিত শাস্তি’ বন্ধ করার আহ্বান জানিয়েছে বেইজিং।
খুলনা গেজেট/ টিএ