খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

ইসরাইলি হামলায় দামেস্ক বিমানবন্দর বিধ্বস্ত

গেজেট ডেস্ক

ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই সিরীয় সৈন্য নিহত এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে। সিরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের এলাকাকে টার্গেট করে হানা এই হামলাটি স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২.০০টায় চালানো হয় বলে সামরিক বাহিনী এবং সরকারি বার্তা সংস্থা সানা জানায়।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, হামলায় ‘দুই সৈন্য নিহত এবং অপর দুজন আহত হয়। কিছু বস্তুগত ক্ষতিও হয়েছে।’ আর বিমানবন্দরটি অচল হয়ে পড়েছে।
এ ব্যাপারে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এক বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়ে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরটি অচল করে দেয়া হলো।

গত ১০ জুনের হামলায় অবকাঠামো ও রানওয়েতে মারাত্মক ক্ষতি হয়েছিল। এর মেরামতে দুই সপ্তাহ লেগেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে শত শত হামলা চালিয়েছে। তবে তারা এসব হামলার কথা সাধারণত স্বীকার করে না।

অবশ্য ইসরাইল স্বীকার করে যে সে লেবাননের হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর ওপর হামলা চালায়।
সূত্র : আলজাজিরা

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!