খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইলিশটির দাম ২৪০০ টাকা!

গে‌জেট ডেস্ক

বরগুনা: বরগুনায় এক কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২ মার্চ ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছ বাজারে এই সাইজের একাধিক ইলিশ বিক্রি করতে দেখা যায়।

মাছগুলো স্থানীয় বিষখালী নদীতে ধরা পড়ে।

বরগুনা পৌর মাছ বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী সজীব বলেন, ‘বিকেলে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের এক জেলে বড় সাইজের তিনটি ইলিশ মাছ বাজারে নিয়ে আসেন এবং পাইকারী দরে বিক্রি করেন। তার তিনটি ইলিশের মধ্য দুটি ইলিশের ওজন এক কেজি ৬০০ গ্রাম। ’

পাইকারী মাছ ব্যবসায়ী নান্টু মোল্লা বলেন, ‘ইলিশের নিষেধাজ্ঞা সফলভাবে পালন করায় বরগুনার স্থানীয় নদীগুলোতে বড় বড় ইলিশের সংখ্যা এক সপ্তাহ ধরে বেড়ে গেছে। বাজারে ১ কেজি ৪০০ থেকে শুরু করে ৭০০ গ্রাম ওজনের প্রচুর পরিমাণ ইলিশ বাজারে রয়েছে। ১ কেজি ইলিশ মাছ ১৫০০ থেকে ১৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে, ছোট ইলিশের ক্ষেত্রে ৩০০ থেকে শুরু করে ১২শ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করেছেন স্থানীয় পাইকারী মাছ বিক্রেতারা। ’

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নদীতে রাজা ইলিশ ধরা পড়ছে। ’ তিনি আরও বলেন, ‘গত অভিযানগুলো সফলভাবে পরিচালনা হওয়ায় নদীতে এখন বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। ’

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!