তিনদিনের সেমিফাইনাল ম্যাচে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে বিকেএসপি ১৭২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫১৫ রানে ইনিংস ঘোষণা করেছে। জবাবে ব্যাট করতে নেমে খুলনা ১০৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ হয়। দুই দলের মধ্যকার এই ম্যাচটি ড্র হলেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় বিকেএসপি ফাইনালে উঠেছে। বিকেএসপির হয়ে আফজাল হোসেন সর্বোচ্চ ২৬৯ রানে অপরাজিত ছিলেন।
অপরদিকে খুলনা জেলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রাজশাহী ১২৮.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৩১০ রান করেছে। রাজশাহীর হয়ে আব্দুর রহমান ইরফান সর্বোচ্চ ১৮১ রান করেন। জবাবে চট্টগ্রাম ব্যাট করতে নেমে ৭৯.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৬০ রান করে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ৫৬.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১২৯ রান করে।