ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টূর্নামেন্টের খুলনায় অনুষ্ঠিত দুই দিনের ম্যাচের আজ শেষ দিন বরিশাল ও ঢাকা উত্তর এবং বিকেএসপি ও চট্টগ্রামের মধ্যকার দু’টি ম্যাচই ড্র হয়েছে।
খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে বিকেএসপি প্রথমে ব্যাট করতে নেমে ৫৯.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে চট্টগ্রাম ৮৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২২৫ রান করে। আজ বিকেএসপি ব্যাট করতে নেমে ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে।
অপরদিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল প্রথমে ব্যাট করতে নেমে ৫৭.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা উত্তর ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২২ রান করে। দ্বিতীয় ইনিংসে আজ শেষ দিন বরিশাল ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৫ রান করে।
খুলনা গেজেট/এমএম