ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টূর্নামেন্টের খুলনার দুটি দুই দিনের ম্যাচই ড্র হয়েছে। আজ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিন বিকেএসপি ও বরিশালের মধ্যকার খেলাটি ড্র হয়েছে।
প্রথম ইনিংসে বিকেএসপি প্রথমে ব্যাট করতে নেমে ৫৬.১ ওভারে সব উইকেট হারিয়ে ১২৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগ ৪২.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৫০ রান করতে সমর্থ হয়। আজ দ্বিতীয় ইনিংসে বিকেএসপি ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে ইনিংস ডিক্লিয়ার করে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। বরিশাল ৬৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করতে সমর্থ হয়।
অপরদিকে খুলনা জেলা স্টেডিয়ামে রংপুর বিভাগ ও ঢাকা উত্তরের মধ্যকার দুই দিনের ম্যাচটিও ড্র হয়েছে। প্রথম ইনিংসের প্রথম দিন ব্যাট করতে নেমে ঢাকা উত্তর ৮১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে রংপুর বিভাগ ১১ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৯ রানে প্রথম দিন পার করে। দ্বিতীয় দিনে আজ ব্যাট করতে নেমে রংপুর বিভাগ ৯০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান করে ইনিংস ডিক্লিয়ার করে।