চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বুধবার করাচিতে টস হেরে ব্যাট করতে নেমে খুব ভালো শুরু পায়নি নিউজিল্যান্ড। ৭৩ রানে ৩ উইকেট তুলে নিয়েছিল পাকিস্তান। সেখান থেকে উইল ইয়ং সেঞ্চুরি করে ও টম ল্যাথাম ফিফটি করে কিউইদের বড় রানের পথে তুলে নিয়েছেন।
নিউজিল্যান্ড ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার ইয়ং ১১১ বলে ১০৩ রানে ব্যাট করছেন। তার সঙ্গী টম ল্যাথাম ৬৩ বলে ৫৭ রান করেছেন। তারা ১১৪ রানের জুটি গড়েছেন।
নিউজিল্যান্ড ৩৯ রানে ওপেনার ডেভন কনওয়েকে (১০) হারায়। পরেই ফিরে যান কেন উইলিয়ামসন (১)। এরপর ড্যারেল মিশেল (১০) ফিরলে ৭৩ রানে ৩ উইকেট পড়ে নিউজিল্যান্ডের। নাসিম শাহ, আবরার আহমেদ ও হারিস রউফ একটি করে উইকেট নিয়েছেন।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, বাবর আজম, সূদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আঘা, তাইয়িব তাহির, খুলদীল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।
নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারেল মিশেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিশেল স্যান্টনার, নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইলিয়ামস ওরোরকি।
খুলনা গেজেট/এএজে