পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) গতকাল শনিবার এ নিষেধাজ্ঞা জারি করেছে। জিও টিভির অনলাইনে এ তথ্য দেওয়া হয়।
বক্তব্য-ভাষণে ইমরান খান পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ এবং সরকারি কর্মকর্তাদের হুমকি দিয়েছেন বলে তাঁর বক্তব্য সরাসরি প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে পিইএমআরএ। সংস্থাটির দাবি, ইমরান খানের বক্তব্য তাদের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
এ ছাড়া ইমরান খান পাকিস্তানের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বক্তব্যও দেন বলে অভিযোগ দেশটির রাষ্ট্রীয় মিডিয়া পর্যবেক্ষক সংস্থা পিইএমআরএ’র।
গত জুনে আস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান খান। এরপর থেকেই দলকে উজ্জীবিত রাখতে নিয়মিত সভা-সমাবেশ করছে তাঁর দল পিটিআই। সরকারবিরোধী কড়া বক্তব্য রেখে আসছেন ইমরান খান।
খুলনা গেজেট/এইচআরডি