দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে দেড় শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাবে সায় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য দুই-এক দিনের মধ্যে পাঠাবো হবে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, ‘আমরা আজকের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করেছি। মোট ২ লাখ ইভিএম কেনা হবে। এ ক্ষেত্রে ইভিএমের সংরক্ষণের জন্য ওয়্যারহাউস, গাড়ি, প্রশিক্ষণ প্রভৃতি খাতে এই অর্থ ধরা হয়েছে।’
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার কমিশন বৈঠকে নতুন প্রকল্প প্রস্তাবটি অনুমোদন করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বললেও কোনো প্রশ্ন নেননি।
ইসি আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বর্তমানে আমাদের কাছে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট করা সম্ভব। তাই ১৫০টি আসনে নির্বাচন করতে হলে নতুন করে ইভিএম কিনতে হবে।
‘এ জন্য ইসি সচিবালয় নতুন একটি প্রকল্প প্রস্তাব কমিশন সভায় তুলেছিল। আমরা এটার অনুমোদন দিয়েছি। এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। এর আগে একটা কাজ আছে। সেটা হলো অর্থ মন্ত্রণালয়ে একটা সভা করতে হবে। তারপর সেটা প্ল্যানিং কমিশনে পাঠানো হবে। একনেক এটা চূড়ান্ত অনুমোদন করবে কী করবে না, এটা তাদের বিষয়।’