খুলনা, বাংলাদেশ | ১৮ মাঘ, ১৪৩১ | ১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৬ আরোহি নিয়ে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

ইভিএমে আস্থা নেই জি এম কাদেরের, সমর্থন রওশনের

গেজেট ডেস্ক

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ইভিএমে আমাদের কোনো আস্থা নেই। জনগণেরও আস্থা নেই। ইভিএমে ভোটচুরির আশঙ্কা রয়েছে। মেশিন ভালো না মন্দ সেটা বড় বিষয় নয়। ইভিএম মেশিনের পেছনে যারা কাজ করবেন তারা সরকারের প্রভাবে প্রভাবিত হবেন। তারা সরকারের নির্দেশের বাইরে যেতে পারবেন না। সরকার যে ধরনের ফলাফল চাইবেন তারা সে ধরনের ফলাফল প্রকাশ করবে।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি স্বাস্থ্য বিভাগের দুর্নীতি নিয়েও কথা বলেন।

এদিকে জাতীয় পার্টি (জাপা) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনের বিরোধিতা করলেও সমর্থন করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। থাইল্যান্ডে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ভিডিওবার্তায় বলেন, সারাবিশ্বে ইভিএমে নির্বাচন চলছে। জাতীয় পার্টি কখনো নির্বাচন বর্জন করেনি। জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে। ইভিএমে ভোট হলেও নির্বাচন করব।

বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে জাপার ‘সম্মেলন প্রস্তুতি কমিটির’ সংবাদ সম্মেলনে এই ভিডিওবার্তা প্রচার করা হয়।

গত ৩০ আগস্ট থাইল্যান্ড থেকে চিঠিতে জাপার কাউন্সিল ডাকেন রওশন এরশাদ। যদিও একে অবৈধ বলছেন জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার নেতারা। রওশন এরশাদ ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ সংবাদ সম্মেলনে তাদের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন।

তিনি জানান, চলতি মাসেই দেশে ফিরবেন রওশন এরশাদ। আগামী মাসে হবে জাপার দশম কাউন্সিল। হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকে সঠিক পথে ফিরিয়ে ঐক্যবদ্ধ করতেই কাউন্সিল আহ্বান করেছেন রওশন এরশাদ।

ব্যাংককের হাসপাতালে ধারণ করা ভিডিও বার্তায় রওশন বলেন, ইভিএমে নির্বাচন নতুন কথা নয়। এখন আমরা ফাইভ-জি ব্যবহার করছি। তাহলে এতে মানা কোথায়? যারা নির্বাচনে জিতে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যারা হেরে যায়, তারা বলে কারচুপি হয়েছে। অবশ্যই ইভিএমের মাধ্যমে নির্বাচন করব।

রওশন এরশাদ জানান তিনি এখন অনেকটা সুস্থ। অক্টোবরে দেশে ফিরবেন। আগামীতে ভালো নির্বাচন হবে বলে আশাবাদ জানিয়ে তিনি বলেন, দেশ এগিয়ে যাওয়ার জন্য যারা কাজ করবে, তারা জিতে আসবে। দেশবাসী নিশ্চয়ই ভালো থাকবে নির্বাচনে।

যদিও শুরু থেকেই জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ইভিএম পদ্ধতিতে নির্বাচনের ঘোর বিরোধিতা করে আসছে। ইভিএম সমর্থন করে রওশন এরশাদের বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে আখ্যা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সিদ্ধান্ত নিয়েই ইভিএমের বিরোধিতা করেছে। দলের অন্য কেউ ভিন্ন কথা বললে, তা তাঁর ব্যক্তিগত মতামত।

জি এম কাদের জাপার চেয়ারম্যান হওয়ার পর দল থেকে বহিষ্কৃত, বাদ পড়া এবং নিষ্ক্রিয়দের ফেরাতে বলেন রওশন এরশাদ। গত মাসে চিঠি দিয়ে জি এম কাদেরকে একই ‘নির্দেশনা’ দেন তিনি। তবে তাতে পাত্তা দেয়নি জাপা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!