খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা
  ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ইবি সাহিত্য সংসদ’র সভাপতি পলাশ, সম্পাদক নাইম

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পলাশ হোসেন সভাপতি ও একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান (দূর্জয়) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ড. শেখ মহা: রেজাউল করিম ও সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল কাফী আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।

২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি নিরব বিশ্বাস, কুলসুম আক্তার ও আতিয়া জয়নব, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার প্রিয়া, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা স্বর্ণা, সহ-অর্থ সম্পাদক রাশিদুল ইসলাম নাঈম, দফতর সম্পাদক সৌরভ দত্ত, উপ-দফতর সম্পাদক হাসেম আলী, গ্রন্থাগার সম্পাদক রেহনুল ইসলাম চমক, সহ-গ্রন্থাগার সম্পাদক নওশীন পর্ণিণী সুম্মা ও মাহফুজ হোসাইন, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক তানভীন ইমা, প্রচার সম্পাদক ফারহানা ইবাদ, পাঠকচক্র সম্পাদক সোহেলী তাবাসসুম জান্নাত ও সহ-পাঠচক্র সম্পাদক মোসুমি সরকার মিশু।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন তুষার আহমেদ, শাহরিয়ার প্রিন্স, রেখা খাতুন, সূচনা ত্রিপুরা, নূসরাত জাহান, শাখিলা শ্রাবণী, তানজিমা ইসলাম প্রমি ও মারজিয়া ইসলাম।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিষয়ক বিভিন্ন কর্মকান্ড পরিচলনা করে আসছে সংগঠনটি। সংগঠনটির উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘শব্দতট’ নামে সাহিত্য পত্রিকা প্রকাশ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর দেয়ালিকা প্রকাশ এবং ‘অতন্দ্র’ নামে সাময়িকী প্রকাশ। এছাড়াও জ্ঞানার্জন ও তরুণ লেখক সৃষ্টির উদ্দেশ্যে নিয়মিত পাঠচক্র ও সাহিত্য আড্ডার আয়োজন করে আসছে সংগঠনটি।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!