ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হানিফ হোসাইন ভুলক্রমে তার মায়ের রুপালী ব্যাংক একাউন্টে চলে আসা ৫ লাখ ৪৩ হাজার ৯৫৭ টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ আগস্ট হঠাৎ তার মায়ের ব্যাংক একাউন্টে ৫,৪৩,৯৫৭ টাকা আসলে ব্যাংকে যায় হানিফ। সেখানে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে জানান, টাকা তার মায়ের না, ভুলক্রমে কেউ পাঠিয়েছেন। পরে ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে উক্ত মালিক বরাবর টাকা হস্তান্তর করেন হানিফ।
এ ব্যাপারে হানিফ বলেন, প্রকৃত মালিকের নিকট টাকা পৌঁছে দেয়ার মাধ্যমে আমি আমার নৈতিক দায়িত্ব পালন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে মানুষের জন্য ভালো কাজের মাধ্যমে নিজেকে বিলিয়ে দিতে পারি।
খুলনা গেজেট/এমআর