সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের উপর হামলার অভিযোগ উঠে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত সোহেল মাহমুদ অগ্রণী ব্যাংক কুষ্টিয়া চৌড়হাস ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার। এই ঘটনায় গত ৮ জুন অভিযুক্তকে ব্যাংক থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
কমিটিতে অগ্রণী ব্যাংকের কুষ্টিয়া অঞ্চলের প্রধান শেখ বিন মোহাম্মদকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক ও খুলনা সার্কেল অফিসের এসটিও আব্দুল হালিম।
তদন্ত কমিটির প্রধান শেখ বিন মোহাম্মদ বলেন, তদন্ত কমিটি গঠন হয়েছে। গতকাল থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজও কাজ করেছে। আগামীকাল কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিবে। এরপর আমরা তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো
জানা যায়, গত ৭ জুন সকাল বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণ করছিলেন। এসময় ড. মোস্তাফিজুর রহমানকে একা পেয়ে হাউজিং ডি ব্লকের ১৬৭ নং বাসার বাসিন্দা সোহেল মাহমুদ (ব্যাংক কর্মকর্তা) অতর্কিত তাঁর উপর হামলা করে। এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
খুলনা গেজেট/এনএম