খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন; নিহত ১, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট
  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

ইবির হলে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধের দাবিতে লিখিত অভিযোগ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহে রাতে উচ্চ শব্দে গান বাজানো বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে প্রক্টর বরাবর হলের আবাসিক ছাত্রদের পক্ষে এ অভিযোগ দেয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ সহ কয়েকজন শিক্ষার্থী। নিয়মিত গানবাজনা তথা উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় মনযোগী হতে পারছে না বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তারা। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

লিখিত অভিযোগে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোতে প্রায়ই রাতে উচ্চ শব্দে গান বাজানো হয়। কয়েকবার নিষেধ করার পরেও তা বন্ধ হয়নি। প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত গানবাজনা তথা উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় মনযোগী হতে পারছে না। উচ্চ শব্দে গান বাজানোর ফলে পড়ালেখার পরিবেশ বিঘ্ন হওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ বিষয়ে হল কর্তৃপক্ষকে বারবার বলার পরও কোন সুরহা হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, অনুমতি নিয়ে অথবা অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় উচ্চ শব্দে গানবাজনা করা হয়। বিশেষ করে রাতে হলসমূহের ছাদে সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজনোর ফলে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। এতে পরীক্ষার আগের রাতেও ঠিকমতো পড়াশোনা করতে পারেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, আনুষ্ঠানিকভাবে আমাকে কেউ এ বিষয়ে জানায়নি। লিখিত বা মৌখিক যেকোনো ধরনের অভিযোগ যার বিরুদ্ধে আসবে তার হলের আবাসিকতা বাতিল করা হবে। আগামী প্রভোস্ট কাউন্সিলের সভায় এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমি বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে অবগত করেছি। ভিসি স্যার দ্রুত সময়ের মধ্যে হল প্রভোস্টদের ডেকে এ বিষয়ে সুষ্ঠু সমাধান করবেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!