ঝিনাইদহ-কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে আওয়ামীপন্থী দুই শিক্ষক গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে উক্ত ঘটনার সুত্রপাত।
একাধিক প্রত্যক্ষদর্শী মতে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে সকাল সাড়ে ৯ টার দিকে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শ্রদ্ধাঞ্জলি জানায়। এর কিছুক্ষণ পরে একে একে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হল, বিভাগসহ শিক্ষক-ছাত্র সংগঠনের ফুল দেওয়া শুরু হয়।
পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক ইউনিটের শিক্ষকরা ফুল দিতে বেদিতে ওঠে। বেদিতে উঠতে গেলে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলামের সঙ্গে তাদের বাগ-বিতণ্ডা হয়। পরে সেখানে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্র ঘোষিত কমিটির শিক্ষকরা গেলে উভয়ের মধ্যে আবারো বাগ-বিতণ্ডা শুরু হয়। বাগ-বিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষের সামনেই শিক্ষকরা হাতাহাতি করেন। পরে সিনিয়র শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।
খুলনা গেজেট/এএ