খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন; নিহত ১, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট
  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

ইবির রংপুর জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে মনির-সুমন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামানকে সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুজ্জামান সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের সাবেক সভাপতি ফয়সাল মাহমুদ আল-মারজান ও সাধারণ সম্পাদক হাদিসুর রহমান এই কমিটির অনুমোদন দেন। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান বলেন, নতুন নেতৃত্ব পাওয়া মানেই নতুনত্ত্বের সংযোজন। শিক্ষা ও সংস্কৃতি বান্ধব জেলা হিসেবে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির গৌরব উজ্জ্বল সুনাম আছে। অগ্রজদের দেখানো পথ ধরে সংগঠনকে আরও বেশি আস্থাশীল, শিক্ষার্থীবান্ধব ও নির্ভরযোগ্য পরিবারে রুপান্তরিত করতে চাই। সকলের সহযোগিতা পেলে উদ্দেশ্যগুলো পুরণ করতে পারবো বলে বিশ্বাস রাখছি।

উল্লেখ্য, কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!