বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সামনে অবস্থিত ‘শেখ রাসেল’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আ স ম শোয়াইব আহমেদ মোনাজাত পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম ও প্রো-ভিসি ড. শাহীনুর রহমান। এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শাপলা ফোরামের সভাপতি ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমান, শেখ রাসেল হল প্রভোস্ট প্রফেসর ড. রবিউল হোসেন, প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ ও ইবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল হলের উদ্যোগে আজ রাত ৯টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
খুলনা গেজেট/এনএম