খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

ইবিতে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘আরো যুদ্ধ’ প্রদর্শিত

ইবি প্রতিনিধি

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুক্তিযুদ্ধভিত্তিক পথ নাটক ‘আরো যুদ্ধ’ প্রদর্শিত হয়েছে। বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) আয়োজনে বুধবার দুপুরে ক্যাম্পাসস্থ ডায়না চত্ত্বরে এটি প্রদর্শিত হয়। নাটকটিতে স্বাধীনতা পরবর্তী পাকিস্তানি দোসররা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে সে চিত্র তুলে ধরেন (ইবি) থিয়েটারের নাট্যকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও বিশিষ্ট নাট্যকার গাউছুল আজম রিন্টুর রচনায় নাটকটির নির্দেশনা দেন বিথির সভাপতি অনি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল হক। নাটকে বিজয় পাগলা চরিত্রে পিয়াস, নিশান (রাজাকার চরিত্রে), মাহির (হকা রাজাকার), জাওয়াদ (জহির মাস্টার), লাবণ্য (ময়না), কৌশিক (স্বাধীন), পিংকি (সাথী), ববি (মুক্তা), আদনান (দারোগা), শিহাব (হামিদ) সহ বিভিন্ন চরিত্রে থিয়েটারের সদস্যরা অংশ নেন।

এসময় বিথির উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েলসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী নাটকটি উপভোগ করেন।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমান বলেন, ‘পরধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীতে প্রিয় বাংলাদেশ। কিন্তু এই সময়ে দাঁড়িয়েও স্বাধীনতা বিরোধী চক্রের দৌরাত্ম কমেনি। তাদেরই একটি ‘ব্ল্যাকপার্ট’ এই নাটকটির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!