ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। কমিটিকে দ্রততম সময়ের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যত করণীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, ‘আমি এখনো চিঠি হাতে পাইনি। চিঠি হাতে পেলে তদন্ত কমিটির সবাইকে নিয়ে মারামারির প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক প্রতিবেদন দাখিল করবো।’
উল্লেখ্য, গত ২১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে একইসাথে ফুটবল ও ক্রিকেট খেলায় একে অপরের এরিয়ায় বল যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। মাঠে দুই দফায় মারামারির পর দ্বিতীয় দফায় ডায়না চত্বরে ফের মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানেও কয়েক দফায় মারামারিতে জড়ায় দু’পক্ষ।
খুলনা গেজেট/ টিএ