খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

ইতিহাস থেকে মুর্শিদাবাদ নাম মুছে ফেলার প্রতিবাদে জেলা শাসককে ডেপুটেশন

কলকাতা প্রতিনিধি

কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হল। জেলা ভাগের নামে মুর্শিদাবাদ নাম মুছে ফেলার ষড়যন্ত্র ব্যর্থ করতে ডেপুটি জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট দেওয়া স্মারকলিপিতে তাঁরা দাবি করেছেন, মুর্শিদাবাদ নাম মুছে ফেলার ষড়যন্ত্র জেলাবাসী কিছুতেই মেনে নেবেন না। এই ষড়যন্ত্র ব্যর্থ করতে যতদুর যেতে হবে জেলাবাসী ততদূরই যাবেন।

প্রতিনিধি দলে ছিলেন এসডিপিআই এর তায়েদুল ইসলাম, বন্দী মুক্তি কমিটির উমা রায় সেন , এপিডিআর এর রাহুল চক্রবর্তী, জামায়াতে ইসলামী হিন্দ এর মহঃ হাসানউল্লাহ, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার হাসিবুল ইসলাম, প্রগতিশীল নাগরিক মঞ্চের রুস্তম চৌধুরী, নাগরিক সুরক্ষা মঞ্চের মফেজুল সেখ, মুসলিম লীগের মহঃ আব্দুল বারী, এনআরসি বিরোধী সংহতির অশোক কুমার দাস, বিপ্লবী যুব এসোসিয়েশনের মনভোলা চৌধুরী, বাংলার কৃষক শক্তির সাদের আলী।

জেলা শাসক প্রতিনিধি দলের বক্তব্য শোনার পর বলেন, আমাদের কাছে এখনও কোন সার্কুলার আসেনি। এ সব সিদ্ধান্ত হয় মুখ্যমন্ত্রীর দপ্তরে । আমরা আপনাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেব।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আব্দুল হামিদ সরকার। তিনি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চের আহ্বায়ক। ডেপুটেশন থেকে বেরিয়ে তিনি জানান, জেলা ভাগের নামে মুর্শিদাবাদ নাম মুছে ফেলার ষড়যন্ত্র ব্যর্থ করতে আন্দোলনের প্রথম ধাপ আজকের কর্মসূচি। এর ধাপে ধাপে আন্দোলন শক্তিশালী হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!