খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

ইতিহাস গড়লেন বাবর আজম

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে নিজের নাম খোদাই করে রাখলেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। টুর্নামেন্টটির নবম মৌসুমের দ্বিতীয় ম্যাচে রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে এই ইতিহাস গড়েন তিনি।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ডানহাতি এই ব্যাটসম্যান পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান সংগ্রহ করার ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি অন্য যেকোনো খেলোয়াড়কে ছাড়িয়ে গেছেন, কারণ এখন পর্যন্ত আড়াই হাজার রানের মাইলফলক কেউ ছুঁতে পারেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করার সময় ডানহাতি ব্যাটসম্যান বাবর ২৯ বলে ফিফটি করে তার ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছেন। তবে তার চিত্তাকর্ষক পারফরম্যান্স সত্ত্বেও (৬৮ রান) গ্ল্যাডিয়েটরদের দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় পেশোয়াড় জালমি। ফলে বাবর আজমের দুর্দান্ত পারফরম্যান্স ম্লান হয়ে যায়।

বাবরের অসাধারণ কীর্তি অর্জনে তাকে ৮০টিরও বেশি ইনিংস খেলতে হয়েছে। যেখানে তিনি আকর্ষণীয় ৪৪.৮৩ গড়ে মোট রান করেছেন ৩০০৪। তার ব্যাটিং দক্ষতার বিষয়টি তার রেকর্ডেও স্পষ্ট, যার মধ্যে রয়েছে ২৯টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি।

পিএসএলে সর্বাধিক রান যাদের

বাবর আজম ৩০০৪, ফখর জামান ২৩৮১ এবং শোয়েব মালিক ২০৮২।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!