লেকে ঘুরতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ২০ জন যাত্রী ছিল। এর মধ্যে অনেকে পর্যটকও ছিল। ইতালির উত্তরে অবস্থিত মাগিওর লেকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি
ইতালির স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, রোববার বিকালে সিসতো ক্যালেন্ডি এবং অ্যারোনা শহরের মধ্যবর্তী এলাকায় নৌকাটি ডুবে যায়।
উদ্ধারকর্মীরা পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একটি অসমর্থিত সূত্রে ইতালির মিডিয়া জানায়, ওই নৌকাটিতে ব্রিটিশ, ইতালি এবং ইসরায়েলের নাগরিক ছিল।
লোমবার্ডি অঞ্চলের প্রেসিডেন্ট আটিলিও ফনটানা জানায়, খাবার আবহাওয়ার কারণে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়। ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, নৌকাটি লম্বায় ১৬ মিটার ছিল। এছাড়া এতে অনেক পর্যটকও ছিল।
ইতালিয়ান নিউজ আউটলেটে বলা হয়েছে, নৌকাটিতে ২৫ জন যাত্রী ছিল। যারা জন্মদিনের উৎসব উদযাপন করছিলেন। পরে সেখানে হঠাৎ করে ঝড় শুরু হলে নৌকাটি উল্টে যায়। ফলে নোকৗটি দ্রুত পানির নিচে তলিয়ে যায়।
নৌকাটিতে থাকা সবাই পানিতে ডুবে যায়। পরে অনেকে সাঁতার কেটে অন্য নৌকায় ওঠার চেষ্টা করে। আবার কাউকে উদ্ধারকর্মীরা উদ্ধার করে।
খুলনা গেজেট/ এসজেড