বাগেরহাটের ইজিবাইক ছিনতাইকারী চক্রের ২ সদস্য জনতার হাতে ধরা পড়েছে । মঙ্গলবার (০১ জুন) রাতে রাখালগাছি এলাকায় ইজিবাইক নিয়ে পালাতে গিয়ে স্থানীয় জনতা তাদের ধরে ফেলে।
ছিনতাইকারী দুজনের হলেন, ইমরান (২৫) ও আওয়াল (৩০)।
ভুক্তভোগী ইজিবাইক চালক মতিন জানান, মঙ্গলবার আনুমানিক রাত ৮ টার দিকে বাগেরহাট মাজারের মোড় থেকে ছিনতাইকারী দলের ৫ সদস্য চুলকাঠি বাজারে একজনের কাছে টাকা পাবে সেই টাকা নিয়ে তাদেরকে আবার মাজারের মোড়ে নামিয়ে দিতে হবে বলে মতিনের ইজিবাইক ভাড়া করে চুলকাঠি বাজারে আসে। সেখান থেকে কিছু সময় পর তারা মাজারের মোড় ফেরার পথে রাখালগাছি পাইকপাড়া এলাকায় পৌঁছালে ইজিবাইক চালক মতিনকে থামতে বলে। তারপরে তাকে বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে রেখে ইজিবাইক নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
তার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে একজন মোটরসাইকেল আরোহী এসে উপস্থিত হলে ইজিবাইক চালক মতিন তাকে বলে তার ইজিবাইকটি কিছুক্ষণ আগে ছিনতাই করে নিয়ে গেছে। তখন ওই মোটরসাইকেল আরোহীর সহযোগিতায় এবং এলাকার কিছু লোক ওই ছিনতাই হওয়া ইজিবাইকের পিছু নিয়ে রাখালগাছি থেকে চুলকাঠি বাজারে যেতে গড়ের রাস্তা কাছে যেয়ে ইজিবাইকের গতিরোধ করে।
ইজিবাইকে থাকা ৫ জনের ভিতরে ৩ জন দৌড়ে পালিয়ে যায়। তবে বাকি ২ জনকে ইজিবাইকসহ আটক করে স্থানীয় জনগণ। আটক করে পুলিশকে সংবাদ দেয়। আটককৃত ইমরান (২৫) ও আওয়াল (৩০) উভয়ের বাড়ি ফকিরহাটের বেতাগায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।