খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

ইজতেমায় যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ২ মুসল্লি নিহত

গে‌জেট ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইজতেমায় আসা দুই মুসল্লি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের আগে সকাল পৌনে সাতটার দিকে টঙ্গীর সিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহেল মিয়া (৩৭) ও জনি মিয়া (১৮) এবং আহতরা হলেন- মোঃ ফিরোজ (৫০) মোঃ জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), অজ্ঞাত (৪০), অজ্ঞাত (৪০), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান, মোঃ বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। এদের মধ্যে থেকে অজ্ঞাত দুই ব্যক্তির অবস্থা আশংকাজনক।

আহত ও নিহতেরা অটোরিকশাযোগে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য ইজতেমা মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছেন।

জানা গেছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে টঙ্গীর সিলমুন আকিজ কারখানার সামনে পুবাইল থেকে টঙ্গীগামী একটি কাভার্ড ভ্যানের সাথে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশা চালক, অটোরিকশায় থাকায় ৮যাত্রী ও দুই পথচারীসহ ১১জন আহত হয়। স্থানীয়রা আহতদের দুর্ঘটনা ঘটনাস্থল হতে চিকিৎসার জন্য সিলমুন স্পেসালিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।

পরে কর্তব্যরত চিকিৎসক আহত ৭জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪ জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যান। পরে কাভার্ড ভ্যান আটক করে হেফাজতে নেয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকালে অটোরিকশার সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে যোগে ঢাকায় পাঠানো হয়।

জানা গেছে, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতদের কোন আত্মীয়-স্বজন কেউ যোগাযোগ করেননি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!