বেনাপোল সীমান্তের ইছামতী নদীর তীরে কাঁদার ভেতরে মিলল ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ছোট বড় ৬ পিস স্বর্ণেরবার। যার আনুমানিক মূল্য দুই কোটি ৬২ লাখ টাকা। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সোনার চালানটি উদ্ধার করে। এসময় তারা পাচারকারী কাউকে আটক করতে পারেনি।
খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতী নদীর তীরে বিপুল পরিমাণ স্বর্ণের চালান পাচার করু প্রস্তুতি চলছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থানরত সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বলা হলে সে ইছামতী নদী পার হয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়। এসময় সেখানে অভিযান চালিয়ে ইছামতী নদীর তীরে কাঁদার ভেতর থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ছোট বড় ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য দুই কোটি ৬২ লাখ টাকা।
খুলনা গেজেট/এমএম