লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেলো ইকুয়েডর। ৪৪ মিনেটে গোল খেয়ে পিছিয়ে পড়া দলটি ৬৭মিনিটে গোল করে সমতায় ফেরে।
এরপর মাত্র ৩ মিনিটের ব্যবধানে ফের গোল খেয়ে পিছিয়ে যায় ইকুয়েডর। এরপর আর কোনো গোল না হওয়ায় ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে সেনেগাল। ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করে নেদারল্যান্ড।
মঙ্গলবার শেষ ষোলোতে উঠার ত্রিমুখী লড়াইয়ে মুখোমুখি হয় ইকুয়েডর-সেনেগাল ও নেদারল্যান্ডস-কাতার। আগের দুই ম্যাচে নেদারল্যান্ডস ও ইকুয়েডরের সংগ্রহ সমান চার পয়েন্ট। তিন পয়েন্ট নিয়ে তিনে সেনেগাল।
টানা দুই হারে স্বাগতিক কাতারের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। ‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপের নকআউট পর্বে উঠার ত্রিমুখী লড়াইয়ের নিষ্পত্তি হয় আজ।
এদিন রাত ৯টায় শুরু হয় ম্যাচ দুটি। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হয় ইকুয়েডর। একই সময়ে কাতারের আল বাইত স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় কাতার। একই সময়ে দুই ভেন্যুতে শুরু হওয়া দুই ম্যাচে জয়ের উল্লাসে মাতে সেনেগাল ও নেদারল্যান্ড।
আল বাইত স্টেডিয়ামে স্বাগতিক কাতারকে ২-০ গোলের ব্যবধানে হারায় নেদারল্যান্ডস। আর খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-১ গোলের ব্যবধানে হারায় সেনেগাল। এই দুই ম্যাচ জিতে ৭ ও ৬ পয়েন্ট করে নিয়ে নেদারল্যান্ড ও সেনেগাল শেষ ষোলোতে খেলার টিকিট নিশ্চিত করে।