খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

ইউরো কাপ এবার হবে ১২টি শহরে 

ক্রীড়া প্রতিবেদক

পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউরোপের ১২টি শহরেই ইউরো কাপ আয়োজন করতে চায় উয়েফা। এমন আগ্রহই প্রকাশ করেছেন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি আলেক্সান্দার সেফেরিন।

গত বছর জুন-জুলাইয়ে ২৪ জাতির এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে এক বছরের জন্য আসরটি পিছিয়ে যায়।

নতুন সূচি অনুযায়ী আসরটি এখন আগামী ১১ জুন থেকে ইউরোপের ১২টি শহরে একসাথে শুরু হবে। ইউরো ২০২০ এর ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হবে ইএসপিএন, এএসপিএন ২, ইএসপিএন প্লাস ও এবিসি টেলিভিশনে।

এক বিবৃতিতে সেফেরিন বরেছেন, ‘ভিন্ন ভিন্ন শহরে ইউরোর আয়োজন করার ব্যপারে আমি আশাবাদী। একই সাথে আশা করছি সমর্থকরাও স্টেডিয়ামে বসে আসরটি উপভোগ করতে পারবে। সব ধরনের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে আয়োজক শহর ও সরকারকে যথেষ্ঠ সময় দেয়াটা গুরুত্বপূর্ণ। আশা করছি জুন-জুলাইয়ের আগে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। ফুটবলকে বিশেষ একটি আবহ দেবার জন্য সমর্থকদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। স্টেডিয়ামগুলোতে যতটা সম্ভব দর্শকের উপস্থিতি নিশ্চিত করা যায় সেই চেষ্টাই আমরা এখন করছি।’

এপ্রিলের শুরুতে স্টেডিয়ামগুলোতে কত সংখ্যক দর্শক প্রবেশ করতে পারবে তা নিশ্চিত করার পরিকল্পনা পেশ করতে ডেডলাইন দিয়েছে উয়েফা।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!