সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত আট দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ সকাল ১০টায় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদ। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
সূত্র জানিয়েছে, ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূত বৈঠকে উপস্থিত রয়েছেন।
খুলনা গেজেট/ বিএম শহিদ