খুলনা জেলার ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারকে রবিবার দিবাগত রাত ৯টার দিকে র্যাব সদস্যরা আটক করেছে বলে বিএনপি অভিযোগ করেছে। রবিবার (১৯ নভেম্বর) দলটির জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর পাঠানো ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে র্যাবের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিএনপির অভিযোগ, গত শুক্রবার দিবাগত রাতে খুলনার ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ছাব্বির হোসেন রানার বাড়িতে অতর্কিত বোমা হামলা চালিয়েছিল আওয়ামী লীগের লোকজন। তারা ইউপি চেয়ারম্যার শেখ আবুল বাশারসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।
এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। – খবর বিজ্ঞপ্তি