প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউনূসের আত্মসম্মান নেই বলে বিবৃতি ভিক্ষা করছেন। যারা বিবৃতি দিয়েছেন তারা লোক পাঠাক আমি আহবান করছি তারা এসে দেখুক তিনি কি করেছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৪টার দিকে গণভবনে দক্ষিণ আফ্রিকা সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ তো এটাই ৩ ঘণ্টায় ঢাকা থেকে বরিশালে যাওয়া যায়। আগে যেতে কত ঘণ্টা লাগতো প্রশ্ন রাখেন তিনি?
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে শেষে রোববার তিনি দেশে ফিরেছেন।
খুলনা গেজেট/ বিএম শহিদুল