খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভার সমাপনী

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা প্রশাসনের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্পের ওয়ার্ড সভার পক্ষকালের সমাপনী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। ইএএলজি প্রকল্পের আর্থিক ও কারিগরি সহযোগিতায় খুলনা জেলার ৩০টি ইউনিয়ন পরিষদে ওয়ার্ড সভাগুলো হয়। নভেম্বরের ২ তারিখ থেকে খুলনা জেলার ইএএলজি প্রকল্পভূক্ত ইউনিয়ন পরিষদে ওয়ার্ড সভা শুরু হয়।

এ বিষয়ে খুলনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন বলেন, ‘টেকসই উন্নয়ন অর্জনে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ওয়ার্ড সভা করার নির্দেশনা দেওয়া হয়েছিলো। প্রতি বছর দুইবার ওয়ার্ড সভা করা প্রত্যেক ইউনিয়নের জন্য বাধ্যতামূলক। ওয়ার্ড সভাগুলোয় জনসাধারণের নিকট হতে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশ অনুযায়ী প্রত্যেক ইউনিয়ন পরিষদ একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করবে।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী এবং স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন পরিষদে ওয়ার্ড সভাগুলো সম্পন্ন হয়েছে। ইএএলজি প্রকল্প থেকে ওয়ার্ড সভায় উপস্থিত প্রায় ৪০ হাজার মানুষের মাঝে কোভিড ১৯ প্রতিরোধে মাস্ক সরবরাহ করা হয়েছে। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!