সমাজ কল্যাণমূলক সংগঠন ইউনাইটেড আনুলিয়ার উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় সামাজিক বনায়নের লক্ষ্যে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। ইউনাইটেড আনুলিয়ার প্রধান উপদেষ্টা সাবেক যুগ্ম সচিব মোঃ আব্দুল আহাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিতিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় কাকবসিয়া বঙ্গবন্ধু হাই স্কুল মাঠে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এই কর্মসুচির উদ্ধোধন করেন।
ইউনাইটেড আনুলিয়ার সভাপতি মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসুচিতে উপস্থিত ছিলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক আব্দুল ওহাব, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ও কাকবসিয়া বঙ্গবন্ধু হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ড. শিহাবউদ্দন, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন দাশ, সহকারি প্রধান শিক্ষক আবু দাউদ, আনুলিয়া পাইওনিয়ার গার্লস স্কুলের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারনে আমাদের সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে গাছের সংখ্যা কমে যাচ্ছে। প্রকৃতির সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে। একই সাথে ফলের মাধ্যমে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হয়।
তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ভূ-মন্ডলকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম। এজন্য বাড়ির আঙিনায় ও পতিত জমি খালি ফেলে না রেখে সেখানে ফল ও শাক-সবজি আবাদ করতে হবে। তিনি ইউনাইটেড আনুলিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই বৃক্ষরোপন কর্মসুচি সাতক্ষীরার উপকূলীয় এলাকায় সামাজিক বনায়নের একটি মডেল হিসাবে বিবেচিত হবে ।
সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসুচির আওতায় কাকবসিয়া বঙ্গবন্ধু হাই স্কুল প্রাঙ্গন, কাকবসিয়া বাজার, চেঁচুয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা চত্তর, আনুলিয়া বাজার, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাইওনিয়ার গার্লস স্কুল, বিছট বাজার, এপিএস ডিগ্রি কলেজ, একসরা বাজার, মধ্যম একসরা দাখিল মাদ্রাস, নাংলা দাখিল মাদ্রাসা, রাজাপুর মহিলা মাদ্রাসা, মনিপুর দাখিল মাদ্রাসা, ইউনিয়নের সকল প্রাইমারি স্কুলসহ অন্য সকল প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়ে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।
এছাড়া বজ্রপাত প্রতিরোধে আনুলিয়া ইউনয়িনের বিল কেন্দ্রিক রাস্তাগুলোতে তাল গাছের চারা রোপন করা হয়। একই সাথে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অপমুক্ত করা হবে।
খুলনা গেজেট/ টিএ