খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

ইউটিউবের কমেন্ট পড়া যাবে সব ভাষায়

আইটি ডেস্ক

সম্প্রতি পছন্দমত ভাষায় কমেন্ট অনুবাদের জন্য নতুন ফিচার আনলো ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব। ইতিমধ্যেই ফিচারটি যুক্ত করেছে ইউটিউব।

মূলত ব্যবহারকারীদের ভাষাগত ব্যবধানের কথা মাথায় রেখে এই ফিচার যুক্ত করেছে ইউটিউব। এরফলে ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ সহ কমপক্ষে ১০০ টি ভাষাভাষীর মানুষ এই ফিচারের মাধ্যমে নিজেদের পছন্দের ভাষায় কমেন্ট বা মতামত পড়তে পারবেন।

আপডেটের পর নতুন এ ফিচারটি অর্থাৎ একটি স্বতন্ত্র বাটনের মাধ্যমে দেখতে পাবেন। প্রতিটি কমেন্টের শেষে লাইক,ডিজলাইক ও রিপ্লাই বাটনের উপরে নতুন ফিচারের বাটনটি দেখা যাবে।

বাটনটি ট্যাপ করলেই নেটিভ বা স্থানীয় ভাষা পছন্দ করে নিতে হবে। ব্যবহারকারী যদি বাংলাভাষী হয়ে থাকেন তাহলে তিনি ট্রান্সলেট টু বাংলা (Translate to Bengali) অপশন দেখতে পাবেন। তবে পছন্দমত ভাষায় কমেন্ট দেখা হয়ে গেলে সদ্য দেখা ভিডিও সিগন্যাল ব্যবহার করে পুনরায় পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ ইউটিউব নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ইউজারের জন্য উপযুক্ত ভাষা খুঁজে বের করবে।

যদিও ইউটিউব জানিয়েছে, ইউটিউবের বেছে নেওয়া ভাষা এবং ব্যবহারকারীর পছন্দকৃত ভাষা এক নাও হতে পারে।

নতুন ফিচারটিতে স্বয়ংক্রিয়ভাবে কমেন্টের ভাষা বদলে যাবে না। ব্যবহারকারীকে পছন্দের ভাষায় কমেন্ট পড়তে চাইলে নির্ধারিত বাটনে ট্যাপ করতে হবে।

উল্লেখ্য,আপাতত ভারতীয় ইউটিউব ব্যবহারকারীদের জন্য নতুন এ ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। নতুন এ ফিচারটি ব্যবহার করতে চাইলে নতুন আপডেট ডাউনলোড ও ইন্সটল করতে হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!