খুলনা, বাংলাদেশ | ২ আশ্বিন, ১৪৩১ | ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৭
  রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
  ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪১, বাইডেনের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪১ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এ ঘটনাকে ‘রাশিয়ার বর্বরতার ভয়াবহ চিত্র’ বলে আখ্যা দিয়েছেন। বাইডেন কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। খবর বিবিসির।

সোমবার ইউক্রেনজুড়ে অন্তত ১৯০ জন আহত হন। এর মধ্যে রাজধানী কিয়েভের শিশু হাসপাতালের কয়েকজনও রয়েছেন। মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন শুরুর প্রস্তুতির ঠিক আগেই ইউক্রেনে এ হামলার ঘটনা ঘটল।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা আসবে এবারের ন্যাটো সম্মেলন থেকে। সামরিক জোটটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩২ সদস্য রাষ্ট্র, সহযোগী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা ওয়াশিংটনে জড়ো হয়েছেন।

বাইডেন বলেন, রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের শহর ও তাদের নাগরিকদের রক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নতুন পদক্ষেপ ঘোষণা করব।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও পশ্চিমা নেতাদের সঙ্গে সুর মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, রাশিয়া সোমবার অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভ, দিনিপ্রো, ক্রিভিই রিহ, স্লোভিয়ানস্ক ও ক্রামাটোরস্কে প্রায় ১০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এ হামলার নিন্দা জানিয়েছেন। এ হামলাকে তিনি ‘হীন কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!