চলমান সংকটের প্রেক্ষাপটে রাশিয়ায় থাকা নাগরিকদের দেশে ফিরতে বলেছে ইউক্রেন। একই সঙ্গে টানা এক মাস দেশজুড়ে জরুরি অবস্থা জারিরও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বুধবার এক বৈঠকের পর ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদ এই ঘোষণা দেয় বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ায় থাকা নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফিরতে হবে। দেশজুড়ে টানা ৩০ দিন জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত হয়েছে। নিয়ম অনুযায়ী তা কার্যকরে পদক্ষেপ নেয়া হবে।
নিরাপত্তা পরিষদের বৈঠকে জরুরি অবস্থা জারির যে প্রস্তাব এসেছে তা পার্লামেন্টে তোলা হয়। সেখানে অনুমোদনের পরই ব্যাপারটি চূড়ান্ত করা হয়। বুধবারই পার্লামেন্টে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত পাস হয়েছে বলে জানা গেছে।
বৈঠকের পর দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ জানান, দোনেৎস্ক ও লুহানস্ক ছাড়া দেশজুড়ে জরুরি অবস্থা জরি করা হবে। ওই দুই এলাকায় রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এরই মধ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন।
গত কয়েকদিন ধরে ইউক্রেন-রাশিয়া সীমান্তে চলছে টানটান উত্তেজনা। ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা মোতায়েনের পর এখন যে কোনো সময় এ দুই দেশ যুদ্ধে জড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য বিশ্ব নেতৃবৃন্দ বলছে, যুদ্ধটা এখন শুধু সময়ের ব্যাপার।
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অনেক দেশই মনে করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না রাশিয়া। ইউক্রেন সংকট নিয়ে তাদের সঙ্গে বসতে চাইলেও সাড়া মেলেনি।
সর্বশেষ ব্যাংকসহ রাশিয়ার কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা দিয়েছে পূর্ব এশিয়ার প্রভাবশালী দেশ জাপানও। সার্বিক পরিস্থিতিতে শুধু রাজনীতিতে নয় এ দুই দেশের সংকটের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। নেতিবাচক অবস্থায় পড়েছে বিশ্ব বাজারের শেয়ার দর।
খুলনা গেজেট/ এস আই