ইউক্রেনে আক্রমণ করে ‘ঐতিহাসিক’ ভুল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই মনে করে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
শুক্রবার(৩ জুন) একটি ফরাসি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। ম্যাক্রন বলেন, পুতিনের ওই সিদ্ধান্ত রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে তিনি একইসঙ্গে ভবিষ্যতের শান্তির পথ খোলা রাখারও আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, পুতিনের এই সিদ্ধান্তের কারণে রাশিয়াকে ‘অপমানিত’ করার পক্ষে নন ম্যাক্রন। তিনি বলেন, রাশিয়াকে অপমান করা উচিৎ নয় কারণ যে দিন যুদ্ধ থামবে, সেদিন আমরা যেনো কূটনৈতিক রাস্তায় একটি সমাধান নিশ্চিত করতে পারি। আমি পুতিনকে বলেছি যে, তিনি রাশিয়ার জনগণ এবং নিজের ক্ষেত্রেও একটি ঐতিহাসিক এবং মৌলিক ভুল করেছেন। তিনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। এখান থেকে বের হয়ে আসা সহজ হবে না।
সাক্ষাৎকারে ম্যাক্রন জানান, তিনি হয়ত ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করতে পারেন।