ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের কয়েক হাজার বাসিন্দাকে জোর করে রাশিয়ায় নিয়ে গেছে রুশ সেনারা। এমন অভিযোগ করেছেন মারিউপোলের সিটি কাউন্সিলের মেয়র বাইয়াম বইচেনকো।
সিটি মেয়র দাবি করেছেন, বাসিন্দাদের রাশিয়ায় নিয়ে যাওয়ার পর তাদের মোবাইল ফোন ও বিভিন্ন কাগজপত্র খুটিয়ে খুটিয়ে দেখেছে রুশ কর্মকর্তারা। এরপর তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার নির্জন শহরগুলোতে।
মারিউপোলের মেয়র আরও দাবি করেছেন, যাদের নির্জন গ্রামে পাঠানো হয়েছে তাদের খোঁজ খবর তারা পাননি।
এ ব্যাপারে বিবৃতিতে মারিউপোল সিটি কাউন্সিল জানায়, গত সপ্তাহে কয়েক হাজার বাসিন্দাকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। দখলকারীরা (রাশিয়ানরা) অবৈধভাবে লিভোভেরেজেনি ও স্পোর্টস ক্লাবের আশ্রয় কেন্দ্র থেকে বাসিন্দাদের নিয়ে গেছে। যেখানে কয়েক হাজার নারী ও শিশু আশ্রয় নিয়েছিল।
বিবৃতিতে মেয়র জানান, একুশ শতকেও জোর করে এক দেশের মানুষদের আরেক দেশে নিয়ে যাওয়ার ঘটনা অনেক কঠিন ও অবিশ্বাস্য। মারিউপোলের মেয়রের এমন দাবির পর এখনো এ বিষয়ে কোনো কিছু জানায়নি রাশিয়া।
এদিকে বন্দর শহর মারিউপোলের দখল নিতে শহরটিকে অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। ফলে এখানকার বাসিন্দারা খাবারের অভাবে পড়েছেন। অনেকে তাই ঝুঁকি নিয়েও শহর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে আর অল্প কয়েকদিনের মধ্যে মারিউপোলের দখল নিয়ে নেবে রাশিয়া।
খুলনা গেজেট/ টি আই