ইউক্রেনের বিভিন্ন শহরে শুক্রবার ভোররাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় দুই মাসের মধ্যে সবচেয়ে বড় এ হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১২ ইউক্রেনীয় নিহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার দখলকৃত অঞ্চগুলোকে দখলমুক্ত করতে ইউক্রেনের পাল্টা হামলার প্রস্তুতির মধ্যেই ছোড়া হলো রুশ ক্ষেপণাস্ত্র।
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় উমান শহরে একটি বহুতল ভবনে আগুন নেভাতে দেখা যায় ফায়ার সার্ভিসের কর্মীদের। ভবনটির ওপরের দিকের একটি তলায় হামলা হয়, যাতে দুই শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়।
আঞ্চলিক গভর্নর ইহোর ট্যাবুরেটস জানান, ভবন থেকে উদ্ধার হওয়া ৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় দিনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্রের হামলায় দুই বছর বয়সী শিশু ও ৩১ বছরের নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর সেরহি লিয়াস্ক।
ওই হামলায় আরও তিনজন আহত হন বলেও জানান তিনি।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ২১টি ভূপাতিত করা হয়েছে।
হামলার পরিপ্রেক্ষিতে টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি লিখেন, ‘রাশিয়ার এই সন্ত্রাসের যোগ্য জবাব দেবে ইউক্রেন ও অপরাপর বিশ্ব।’
খুলনা গেজেট/এনএম