খুলনা, বাংলাদেশ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা প্রত্যাহার এবং কিশোরগঞ্জে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫, গুরুতর আহত আরও ১০

ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার নাটকীয় সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক

নাটকীয়ভাবে সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। চাপের মুহূর্তে গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারির জোড়া সেঞ্চুরির সুবাদে, তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে অজিরা। ম্যাচসেরা হয়েছেন ম্যাক্সওয়েল।

ম্যানচেস্টারে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তবে, ইনিংসের শুরুর দুই বলে, কোনো রান না তুলতেই জেসন রয় ও জো রুটের উইকেট হারায় তারা। মিচেল স্টার্কের বোলিং তোপে বিপর্যস্ত ইংলিশদের, পথ দেখাতে পারেননি মরগ্যান-বাটলাররাও। তবে, একপ্রান্তে অবিচল ছিলেন জনি বেয়ারস্টো। তুলে নেন ক্যারিয়ারের নবম ওয়ানডে সেঞ্চুরি।

 

এছাড়া লোয়ার অর্ডারে বিলিংসের ৫৭ আর ক্রিস ওকসের অপরাজিত ৫৩ রানের সুবাদে, ৭ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ গড়ে থ্রি লায়নরা।

জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ৭৩ রানেই ৫ উইকেট হারায় তারা। তবে, শঙ্কা কাটিয়ে এগোতে থাকেন ম্যাক্সওয়েল ও ক্যারি। ২১২ রানের জুটি গড়ে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন তারা। ক্যারির ১০৬ ও ম্যাক্সওয়েলের ১০৮ রানের ইনিংসে ভর করে সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা।

 

খুলনা গেজেট /এমএম   




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!